কলকাতায় বাস দুর্ঘটনায় চবি শিক্ষার্থী নিহত
কলকাতায় বাস দুর্ঘটনায় শাজমিলা জিসমাম মুন (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শাজমিলার মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শিরিন আরা চৌধুরী ডলি (৫৫)।
পুলিশ জানায়, ৩ দিন আগে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে একটি সড়কে বাসের ধাক্কায় আহত হন চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাজমিলা জিসমাম মুন ও অধ্যাপক শিরিন আরা চৌধুরী।
তাদেরকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজমিলা জিসমামের মৃত্যু হয়।
তার মা অধ্যাপক শিরিন আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানান।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে শাজমিলার মৃত্যু হয়েছে।
শাজমিলার চিকিৎসায় চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। এছাড়া কলকাতার একটি ব্লাড ব্যাঙ্ক থেকে শাজমিলার জন্য দ্রুত ১১ ইউনিট রক্ত সরবরাহের সুবিধার্থে কলকাতা পুলিশ একটি "গ্রিন করিডোর" (ট্র্যাফিক-মুক্ত রাস্তা) এর ব্যবস্থা করেছিল।
শাজমিলার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তার বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাফওয়ান জসির চৌধুরী সড়কপথে মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে পারে বলে জানা গেছে।
তাদের মা অধ্যাপক শিরিন আরা চৌধুরী ডলি সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তিনি চিকিৎসার জন্য কলকাতায় থাকছেন।