কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন—পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফুল আলম পিয়াস (৩০) ও তার শ্যালক মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২৩)।
আহতরা হলেন—দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি শেখ (২০) ও একই গ্রামের কামাল হোসেনের ছেলে কাজল রহমান (১৮)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী আহত হন।
তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন জানান, চিকিৎসাধীন অবস্থায় মারুফুল রাত ৮টায় ও সজিব সাড়ে ৯টায় মারা যান।
স্বজনরা জানান, ঈদ উপলক্ষে মারুফুল শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শ্যালক সজিবকে নিয়ে গতকাল বিকেলে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন।