গাজীপুরে অ্যাপারেলস প্লাস পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের পাশে অ্যাপারেলস প্লাস লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানার ৭ তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

img-20220615-wa0005.jpg
ছবি: সংগৃহীত

'তবে আগুন লাগার খবর পাওয়ার পরপরই শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি', বলেন তিনি।

img-20220615-wa0003.jpg
ছবি: সংগৃহীত

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।'