গাজীপুরে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড
গাজীপুরের পূবাইল (মাঝুখান) এলাকার একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার ভোর ৫টায় পূবাইলের মাঝুখান এলাকার ঝুট গোডাউনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বলেন, 'বুধবার ভোরে ওই ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিছুক্ষণ পর আগুন অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থেকে ৩টি, রাজধানীর উত্তরা থেকে একটি ও গাজীপুর সদর থেকে একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে।'
'ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি', বলেন তিনি।