দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুর-রংপুর মহাসড়কের সাতমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের সুইহারী এলাকার কপিলেশ চন্দ্র বসাকের ছেলে বর্ণ বসাক (২৩), মুন্সিপাড়ার মৃত নুর আলমের ছেলে এনআর ইমন (২৩) ও দিনাজপুর পৌরসভার কসবা এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহরিয়ার সাওয়ান (২৩)।

আহতরা হলেন—তামজিদ ইসলাম (১৯) ও রওনক নবী প্রিয় (২৩)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিনাজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারে করে পাঁচ বন্ধু দিনাজপুরের কাহারোল উপজেলার দোশমাইল এলাকায় যান। রাত ১১টার দিকে দিনাজপুর শহরে ফেরার পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের সাতমাইল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বর্ণের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পরই ইমন মারা যায়। সর্বশেষ আজ ভোরে সাওয়ানের মৃত্যু হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত প্রিয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।