প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২
প্রথমদিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ভিড়। ছবি: স্টার
যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।
শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, 'আহত দুজনকে আশেপাশের লোকজন একটি মিনি ট্রাকে উঠিয়ে দেন। ট্রাকটি ঢাকার পথে রওনা হয়েছে। তবে তাদেরকে ঠিক কোথায় নেওয়া হয়েছে তা খোঁজ নেওয়া হচ্ছে।'