কাদের বিরুদ্ধে অভিযোগ আর কাদের বিরুদ্ধে মামলা?
গত ১৯ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত নাহিদ মিয়াকে যারা পিটিয়েছে-কুপিয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। নাহিদ হত্যায় এখন পর্যন্ত শনাক্ত অভিযুক্তদের সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এবারের সহিংসতায় আবারও আলোচনায় এসেছে হেলমেট বাহিনী। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তারা প্রথম দৃশ্যমান হয়েছিল। সেসময় তারা শিক্ষার্থী-সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করেছিল। এই হেলমেট বাহিনী কারা? যুবকরা, বিশেষ করে শিক্ষার্থীরা কেন এতটা ভয়াবহ হয়ে যাচ্ছেন, কেন এতটা নির্মম হয়ে যাচ্ছেন?
স্টার ভিউজরুমে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ এবং সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার মনোভাব নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তোজা।
