কেজিএফ চ্যাপ্টার-২: যেসব কারণে বক্স অফিস তোলপাড়

By স্টার মুভি রিভিউ

কন্নড় ভাষার ভারতীয় চলচ্চিত্র 'কেজিএফ চ্যাপ্টার-২' গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রশান্ত নীল।

২০১৮ সালের কেজিএফ সিনেমার সিক্যুয়েল এই ছবিতে অভিনয় করেছেন যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজসহ আরও অনেকে।

কেমন হল 'কেজিএফ চ্যাপ্টার-২'? জানতে হলে দেখুন স্টার মুভি রিভিউ-এ সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।