পুলিশ কি খেলার মাঠ দখল করে থানা নির্মাণ করতে পারে?
গত ২৪ এপ্রিল রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় কিশোর ছেলেসহ পুলিশের হাতে আটক হন সমাজকর্মী রত্না। ওই দিন সকালে যখন খেলার মাঠটিতে পুলিশের নির্মাণ কাজ চলছিল, তখন রত্না ফেসবুকে লাইভ করেন। সেটাকেই সরকারি কাজে বাঁধা উল্লেখ করে মা-ছেলেকে আটক করে পুলিশ।
আন্দোলনের মুখে প্রায় ১৩ ঘণ্টা পরে মামলা না করেই ছেড়ে দেওয়া হয় তাদের।
খেলার মাঠ দখল করে কিভাবে পরবর্তী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব? পুরো ঘটনায় পুলিশের আচরণ কেন প্রশ্নবিদ্ধ?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে তেঁতুলতলা মাঠে থানা নির্মাণকে ঘিরে আন্দোলন, আটক, নাগরিক সামাজিক-ব্যক্তি-সংস্থার বিক্ষোভ নিয়ে আহসান হাবিবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মোস্তফা ইউসুফ।