বাঁধ ভেঙে হাওড় অঞ্চলে বন্যার পানি, সমাধান নেই?
গত ১৮ এপ্রিল বাঁধ ভেঙে বন্যার পানিতে ডুবে গেছে সুনামগঞ্জের আরও একটি হাওর, ভেসে গেছে বিস্তর কৃষিজমি।
এ মাসে সুনামগঞ্জসহ আশেপাশের হাওর অঞ্চলের কয়েক হাজার হেক্টর কৃষিজমি, বোরো ধানের খেত পানিতে ডুবে গেছে।
প্রতিবছর এভাবে বাঁধ ভেঙে হাওরে, কৃষিজমিতে পানি ঢুকে যাচ্ছে। এর কি কোনো সমাধান নেই? কার্যকরী উদ্যোগ না নেওয়া হলে কী হতে পারে সুনামগঞ্জের কৃষকের অবস্থা?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে হাওড় অঞ্চলে বন্যার কারণ এবং সমাধানের পথ নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।