যশোরে মধ্য ও নিম্নআয়ের মানুষের জন্য অর্ধেক দামে নিত্যপণ্য

By ইনসাইড বাংলাদেশ

পবিত্র রমজান মাস আসার সঙ্গে সঙ্গে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায়। বেশ কয়েক বছর ধরে দেশের বাজারে এই প্রবণতা যেন সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

জনগণের নিত্য চাহিদাকে কেন্দ্র করে মুনাফা অর্জনের অন্যায় প্রথা বন্ধ করতে যশোরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বাজারের অর্ধেক দামে প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির আউটলেট চালু করেছে। নাম দিয়েছে 'লস প্রজেক্ট'।

যশোরের খড়কি এলাকার 'লস প্রজেক্ট' নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।