যেখানে সীমান্তের কাঁটাতার মানুষকে ভাগ করতে পারেনি
ওপাশে ভারত, সেখানে দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল গাছ। তার ছায়া পড়ছে এপাশে, অর্থাৎ বাংলাদেশে। আবার একজন ভারতের মধ্যে থাকা গোয়ালঘর থেকে বেরিয়ে আসছেন, অথচ কয়েক গজ এগিয়ে গেলেই অন্যঘরগুলো বাংলাদেশে।
ভারতের উত্তর ২৪ পরগনার বশিরহাট মহকুমার সীমান্তবর্তী গ্রাম পানিতার ও বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হারহোদ্দা গ্রামে গেলেই এমন দৃশ্য দেখা যাবে। সেখানকার জন্য এ দৃশ্য খুবই স্বাভাবিক।
আজ ইনসাইড বাংলাদেশে থাকছে ভারতের পানিতার ও বাংলাদেশের হারহোদ্দা গ্রামের গল্প। যেখানে প্রজন্ম থেকে প্রজন্মে ২টি ভিন্ন দেশের মানুষ এভাবেই বসবাস করে আসছেন। সীমান্তের কাঁটাতার তাদের ভাগ করতে পারেনি।