রানা প্লাজা ধসের ৯ বছর: শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে?
২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৮ জন, আহত হন প্রায় আড়াই হাজার শ্রমিক। এর পরই আন্তর্জাতিক চাপে গার্মেন্টস শ্রমিক নিরাপত্তা নিয়ে কাজ শুরু হয়।
গত ৯ বছরে আসলেই কতটুকু নিরাপদ হয়েছে শ্রমিকদের কর্মক্ষেত্র? যাদের ওপর ভর করে বাংলাদেশ অর্থনৈতিক বিস্ময় হিসেবে পরিচিত হচ্ছে, সেই শ্রমিকরা কি আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাচ্ছেন? দুর্ঘটনায় হতাহতদের পরিবার কি ন্যায্য ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পেয়েছে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে রানা প্লাজা ধস পরবর্তী সময়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিক নিরাপত্তার অবস্থা নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মীরধা।