সুদের টাকা আদায়ের জন্য শিশু বিক্রি করে দিলো মহাজন?

By স্টার স্পেশাল

নারায়ণগঞ্জের শ্রমিক রানী বেগমের স্বামী মাত্র ৫ হাজার টাকার ঋণের সুদ হিসাবে গত ৩ বছরে পরিশোধ করেছেন ২ লাখ ১০ হাজার টাকা। তবুও মন ভরেনি মহাজনের। টাকা শোধ করতে না পারায় ১ বছর আগে জন্ম নেওয়া রানী বেগমের একদিন বয়সী নবজাতককে ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেন মহাজন লাকী বেগম। ঋণ শোধ করতে ব্যর্থ হয়ে এবং মারধরের ভয়ে স্ত্রী রানীকে রেখে নারায়ণগঞ্জ ছেড়ে পালান তার স্বামী নির্মাণ শ্রমিক হান্নান চৌকিদার। 

স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, মোহাম্মদ আজাদ ও হজরত আলী নামের দুজন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সাধারণ মানুষের অভাবের সুযোগ নিয়ে অন্তত ৫ বছর ধরে এ ধরনের সুদের কারবার চালাচ্ছেন। এই কাজের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও যুক্ত।

আজ স্টার স্পেশালে থাকছে মহাজনী ঋণের চক্রে সর্বস্বান্ত রানীর গল্প।