সুপারি কেটে স্বাবলম্বী চট্টগ্রামের শামীমা!

By ইনসাইড বাংলাদেশ

সুপারি কাটার শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীরা একবার শামীমা আক্তারকে বাড়ি বদলাতে বাধ্য করেছিলেন।

সেই সুপারি কাটার ব্যবসা করে তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, স্বাবলম্বী হতে সাহায্য করেছেন চট্টগ্রামের পটিয়া এলাকার আরও ৩ হাজার দরিদ্র নারীকে।