চলতি অর্থবছরে ব্যাংকগুলো থেকে ৩০০ কোটির বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

By স্টার অনলাইন রিপোর্ট

চলতি ২০২৫–২৬ অর্থবছরে দেশের স্থানীয় ব্যাংকগুলোর কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের মার্কিন ডলার কেনার পরিমাণ ৩০০ কোটি (৩ বিলিয়ন) ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক হস্তক্ষেপেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।

সবশেষ আজ রোববার তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে বাংলাদেশ ব্যাংক সাড়ে ১১ কোটি (১১৫ মিলিয়ন) ডলার কিনেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আগামীকাল সোমবার এই লেনদেনের নিষ্পত্তি হবে। যেখানে কাট-অফ রেটও নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা হারে।

এর ফলে ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ৫ লাখ (৯২০ দশমিক ৫০ মিলিয়ন) ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৩০৫ কোটি (৩ দশমিক ০৫ বিলিয়ন) ডলার কিনেছে।

শিল্পখাত সংশ্লিষ্টদের মতে, আন্তঃব্যাংক বাজারে এই ক্রমাগত ক্রয় ডলার তারল্যের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। রপ্তানি আয় স্থিতিশীল থাকা, রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানি পরিশোধ কমে আসাই এর পেছনে প্রধান কারণ।