কনসার্টে যাওয়ার পথে দুর্ঘটনায় অড সিগনেচারের গায়ক পিয়াল নিহত

By স্টার অনলাইন ডেস্ক

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ডদল অড সিগনেচারের সদস্য আহাসান তানভীর পিয়াল (২৬) ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম (৪৩) নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন ব্যান্ডটির অন্য তিন সদস্য সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)।

আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে মাইক্রোবাস নিয়ে যাচ্ছিলেন ব্যান্ডদল অড সিগনেচার।

ফেসবুকে অড সিগনেচার পেইজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

অড সিগনেচার ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল সঙ্গীতচর্চার পাশাপাশি একটি মার্কেটিং এজেন্সিতে জুনিয়র এনগেজমেন্ট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী ও শ্রোতারা।

অড সিগনেচার ব্যান্ডের জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে 'আমার দেহখান', 'ঘুম' ও 'কবিতা'।