জয়ার প্রশংসিত সিনেমাটি এখন ওটিটিতে

By স্টার অনলাইন রিপোর্ট

জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা 'নকশী কাঁথার জমিন' দেশের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

আইস্ক্রিন জানিয়েছে, আজ রবিবার, ১৯ অক্টোবর, আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত জয়া আহসান অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়ে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। সেই সিনেমাটি এখন ওটিটি মাধ্যমে দেখা যাবে।

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে।

খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের 'বিধবাদের কথা' গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

Jaya Ahsan
ওটিটিতে মুক্তি পেল জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ । ছবি: আইস্ক্রিনের পেজ থেকে নেওয়া

সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও আরও দুই চরিত্রে আছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।