সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার বাঘিনীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি

By নিজস্ব সংবাদদাতা, খুলনা

সুন্দরবনে শিকারির পাতা তারের ফাঁদ থেকে উদ্ধার করা পূর্ণবয়স্ক বাঘিনীটির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তার অবস্থা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসক।

গতকালের তুলনায় আজ মঙ্গলবার বাঘিনীটির চলাফেরায় উন্নতির পাশাপাশি বেশ কিছু উদ্বেগজনক উপসর্গ কমেছে বলে জানান ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইন।

উদ্ধারের পর খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে তার তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা ও পরিচর্যা চলছে।

দ্য ডেইলি স্টারকে সার্জন সাজ্জাদ বলেন, 'বাঘিনীটির স্বাস্থ্যের অবনতি হয়নি। আগে চোখ-নাক দিয়ে পানি ঝরতো—এগুলো এখন বন্ধ হয়েছে। গতকাল চোখ ঘোলা ছিল, আজ পরিষ্কার হয়েছে। গতকাল আমরা খাঁচার কাছে গেলে বাঘ তেমন প্রতিক্রিয়া দেখাতে পারছিল না। আজ সে আমাদের দিকে সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে।'

তিনি আরও জানান, বাঘিনীটি ইলেকট্রোলাইট মেশানো পানি ও অল্প পরিমাণ মাংসও খেয়েছে। চিকিৎসা চলমান রয়েছে।

বাঘিনীটিকে সুস্থ করে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান এই ভেটেরিনারি সার্জন।

এর আগে গতকাল সোমবার বাঘিনীটির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তিনি। ফাঁদে আটকে গুরুতর জখম ও দীর্ঘ সময় অভুক্ত থাকায় তীব্র পানিস্বল্পতায় বাঘিনীটি দুর্বল হয়ে পড়ে।

বিশেষত, এক পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত, পেশি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত এবং শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা ভেঙে পড়ে বাঘিনীটির।