সুন্দরবনে নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

By নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ বুধবার সকাল ৮টার দিকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয় চলে আসে। পরে খবর পেয়ে বনপ্রহরী ও বন বিভাগের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকাল ১১টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।'

স্থানীয় বাসিন্দা আবিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হরিণটি সুন্দরবনের গভীর বনাঞ্চল থেকে গাবুরা নদী পার হয়ে লোকালয়ে আসে। পরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পাশ দিয়ে হরিণটি ছুটে এসে পশ্চিম পাশে নদীতে লাফিয়ে পড়ে। সংবাদ পেয়ে বনবিভাগের সদস্যরা এসে এলাকাবাসীর সহায়তায় হরিণটিকে নদী থেকে উদ্ধার করে।'

এর আগে ২৫ ডিসেম্বর সকালে একই এলাকা দিয়ে আরেকটি হরিণ লোকালয় চলে এসেছিল। সেই হরিণটিকেও উদ্ধারের পর কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয় বলে জানান বন বিভাগের কর্মকর্তা জিয়াউর।