কেমন যাবে জানুয়ারি, কী বলছে রাশিফল

রবিউল কমল
রবিউল কমল

আরেকটি নতুন বছরের শুরু হলো। বছরের শুরুর মাস অর্থাৎ জানুয়ারিতে মেষ থেকে মীন সব রাশিই কর্মক্ষেত্রে সাফল্য ও চ্যালেঞ্জ দুইয়ের মুখোমুখি হবে। মাসের মাঝামাঝি থেকে শেষভাগে ব্যবসায় অগ্রগতি ও আর্থিক লাভের যোগ রয়েছে।

অধিকাংশ রাশির জন্য সম্পর্কের দিকটি ইতিবাচক হলেও, কোথাও কোথাও ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অবিবাহিতদের জীবনে প্রেমের সূচনা হতে পারে। আর বিবাহিতদের পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং সন্তানদের নিয়ে আনন্দের মুহূর্তের দেখা মিলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে শুরুতে সচেতনতা ও যত্ন বজায় রাখলে পুরো মাস জুড়ে শক্তি ও মানসিক ভারসাম্য বজায় থাকবে।

এখনে দেখে নিন রাশিচক্রে কেমন যাবে জানুয়ারি মাস।

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

মাসের শুরুটা মোটামুটি ভালো হবে। তবে অতি আশাবাদী হওয়ার মতো নয়। বিশেষ করে প্রথম পনেরো দিন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রত্যাশা পূরণ না হওয়ায় রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ব্যবসায়ীদের শুরুতে কিছু বাধার মুখে পড়তে হবে। তবে মাসের শেষভাগে পরিস্থিতি বদলাবে এবং গুরুত্বপূর্ণ সুযোগ আসবে। আর্থিক লাভ ধীরে ধীরে বাড়বে। ধর্মীয় বা পারিবারিক কারণে খরচ বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে পরিবার, সন্তানের সাফল্য ও অবিবাহিতদের জীবনে মানসিক স্থিরতা আসবে। স্বাস্থ্যে শুরুতে জয়েন্ট ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে। তবে যোগব্যায়াম ও ধ্যানের অভ্যাস থাকলে ভারসাম্য ফিরে আসবে।

পরামর্শ: কর্মস্থলে টাটকা লাল ফুল রাখুন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

আপনি যদি বৃষ জাতক হন, তাহলে জানুয়ারি আপনার জন্য পেশাগত পরীক্ষার সময়। বড় সিদ্ধান্ত এ মাসে না নিয়ে পরের মাসে নেওয়াই ভালো। ব্যবসার শুরুতে বাধা থাকলেও বিদেশি যোগাযোগ বা নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হবে। সম্পর্কের দিকটি অত্যন্ত উজ্জ্বল, দাম্পত্য সুখ, পারিবারিক বন্ধন দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য জীবনসঙ্গী ও বিয়ের যোগ মাসের শেষে প্রবল। সামান্য সর্দি-কাশি হতে পারে, তবে সামগ্রিকভাবে স্থিতিশীল।

পরামর্শ: সাদা মোমবাতি জ্বালান।

মিথুন (২২ মে—২১ জুন)

জানুয়ারি মিথুনের জন্য ইতিবাচক। মাসের শুরু থেকেই মিথুনদের সাফল্য, স্বীকৃতি ও আর্থিক লাভের যোগ আছে। ব্যবসায়ে ভালো মুনাফা ও চাহিদা থাকবে, যদিও শেষে সামান্য গতি কমতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ শুভ। সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বাড়বে। সন্তান প্রত্যাশীরা সুখবর পেতে পারেন। অবিবাহিতদের জন্য প্রস্তাব দেওয়ার উপযুক্ত সময়। স্বাস্থ্য ভালো থাকবে।

পরামর্শ: খাদ্যতালিকায় সবুজ শাকসবজি রাখুন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

মাসের শুরুতে পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় চাপ বাড়তে পারে। তবে ধৈর্য ধরলে শেষভাগে উন্নতি আসবে। বিদেশযাত্রার যোগ আছে, বিশেষ করে মাসের শেষে। আর্থিক দিক শুভ, আকস্মিক লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্যে ভাইরাল জ্বর বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মাঝামাঝি সময়ে ভুল বোঝাবুঝি হলেও ধৈর্য রাখলে সমাধান হবে।

পরামর্শ: দিন শুরু করুন এক গ্লাস পানি পান করে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন সিংহ জাতকরা। তবে মাসের মাঝামাঝি সময়ে নিজেকে প্রমাণ করতে পরিশ্রম বেশি করতে হবে। বিনিয়োগের ফল মিলবে, যদিও খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে প্রথমার্ধ খুবই সুখকর, পরে যোগাযোগ বজায় রাখা জরুরি। স্বাস্থ্য ভালো থাকবে।

পরামর্শ: লাল মোমবাতি জ্বালান।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

কর্মক্ষেত্রে নতুন ভাবনা প্রশংসিত হবে। তবে মাসের শেষভাগে চাপ বাড়বে। ব্যবসায় নতুন কাজের সুযোগ তৈরি হবে। আয় ভালো হলেও খরচ নিয়ন্ত্রণ করা দরকার। সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য জরুরি। স্বাস্থ্যের দিক থেকে শুরুতে সামান্য সমস্যা ও পরে মানসিক চাপ বাড়তে পারে।

পরামর্শ: সকালে পানি পান করুন।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

তুলাদের পেশাগতভাবে মাসের শুরুটা শুভ হবে। পরিকল্পনা ও নেটওয়ার্কিং ভালো ফল এনে দেবে। অর্থভাগ্য ভালো থাকলেও শেষভাগে হঠাৎ খরচ বাড়তে পারে। পরিবার ও সন্তানের দিক থেকে খুশির খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকে।

পরামর্শ: নিয়মিত গাছে পানি দিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বৃশ্চিকদের মাসের প্রথমার্ধে কাজের গতি ও সাফল্য বেশি থাকবে। তবে মাসের শেষ ভাগে সাফল্যের গতি কমতে পারে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। সম্পর্কের ক্ষেত্রে একটু আবেগী হতে হবে এবং প্রকাশ করতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

পরামর্শ: রক্তদান করুন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

দক্ষতা উন্নয়ন ও পড়াশোনায় আগ্রহ বাড়বে ধনুদের। কাজের চাপ বাড়লেও ফল সন্তোষজনক। সম্পর্ক মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে কাজের চাপ থেকে ছোটখাটো বিরোধ হতে পারে। স্বাস্থ্য রক্ষায় বিশ্রাম জরুরি।

পরামর্শ: সাদা মোমবাতি জ্বালান।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

মকরদের মাসের শুরুটা ধীরে হবে। কিন্তু শেষভাগে উন্নতি হতের পারে। পুরনো বিনিয়োগে লাভবান হবেন। সম্পর্ক আরও গভীর হবে। স্বাস্থ্যে ক্লান্তি ও অনিদ্রার মুখোমুখি হতে হবে।

পরামর্শ: পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

মাসের মাঝামাঝিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন কুম্ভ। সম্পত্তিতে বিনিয়োগ শুভ। প্রেমের শুরু ভালো, পরে ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে ভাইরাল সমস্যা দেখা দিতে পারে।

পরামর্শ: কর্মচারীদের সঙ্গে সদাচরণ করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

কর্মক্ষেত্রে স্থিতি ও পরিবর্তনের মাধ্যমে মনোবল ফিরে পাবেন। ব্যবসা ও আয় ভালো থাকবে। সম্পর্ক মধুর, বিয়ের যোগ আছে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে শেষভাগে শক্তি কমতে পারে।

পরামর্শ: গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন।