কেমন যাবে ২০২৬

রবিউল কমল
রবিউল কমল

নতুন বছর মানেই নতুন শুরু, নতুন আশা ও নতুন সম্ভাবনা। ২০২৬ সালে কেউ খুঁজে পাবেন সাফল্য, কেউ শিখবেন, আবার কেউ আবিষ্কার করবেন নিজের সত্যিকারের শক্তি। তবে ভুলে গেলে চলবে না, ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গে থাকে। তাই ঝুঁকি নিতে হবে, তাহলে সুযোগ তৈরি হবে। অবশ্য রাশিফল জীবনের কোনো সংবিধান নয়, তবে কিছু দিকনির্দেশনা পাওয়া যায়।

এক নজরে দেখে নিন ২০২৬ সালের রাশিফল।

মেষ ২১ (মার্চ—২০ এপ্রিল)

অনেকের পেছনে ছুটতে পছন্দ করেন! এ বছর ছোটাছুটি বন্ধ করে দিন। কিন্তু খেয়াল রাখবেন, আপনজন যেন দূরে সরে না যায়। কিংবা নতুন কিছু পেয়ে আত্মতৃপ্তিতে ভুগবেন না। বছরটি আপনার জন্য ইতিবাচক হতে যাচ্ছে। এ বছর আপনি যা চাইবেন, তার অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে।

প্রিয় মেষ, আপনাকে এ বছর সবকিছুতে বাস্তববাদী ও স্থির থাকতে হবে। মনে রাখবেন, যেখানে অন্যরা অন্ধকার দেখে, সেখানে আপনি সম্ভাবনা খুঁজে পান। আর এটাই আপনার সুপারপাওয়ার।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

আনন্দ ও সাফল্য সবই এ বছর আপনার পাওনা। তবে পুরনো একঘেয়ে চক্র থেকে বের হতে হবে। তাহলে জীবনে নতুন কিছুর সূচনা হবে। লক্ষ্য ঠিক করতে দ্বিধায় পড়তে পারেন। কারণ আপনি কী চান তা জানেন না। কিংবা যা চান সেটা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহের মধ্যে থাকেন।

তাই আপনাকে বলছি, নিজেকে জিজ্ঞেস করুন, কোনটা আপনার জন্য ভালো। তারপর আপনার কাজ হলো, ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। তাহলে দেখবেন, কত সহজেই সাফল্য আপনার দিকে এগিয়ে আসে।

মিথুন (২২ মে—২১ জুন)

মিথুন আপনি হয়তো এতদিন সুনামের ওপর ভর করে এগোচ্ছিলেন। সবার মুখে মুখে আপনার খ্যাতি ও প্রচারণা। তবে এ বছরের মাঝামাঝিতে আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে। মানে আপনার কিছু চক্র শেষ হচ্ছে। কিন্তু তাতে ক্ষতি নেই।

আপনার জন্য ভালো কিছু উঁকি দিচ্ছে। আপনার কাজ হলো, নিজেকে স্থির রাখা। ভয় পেলেও ধাপে ধাপে এগোতো হবে। আর মন ভরে শ্বাস নিন, যেন জীবনও আপনাকে নতুন করে শ্বাস ফিরিয়ে দিতে পারে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

কম কিছু আপনার অপছন্দ! ব্যাপার না, এ বছর আপনি প্রমাণ পাবেন, কম থেকেই বেশি কিছু হতে পারে। তাই অযথা দৌড়ঝাঁপ না করে সময়মতো কম কাজ করুন। তাতে ভালো ফল আসবে।

এক কাজ করতে পারেন, নিজেকে বারবার প্রশ্ন করুন, কতটুকু হলে যথেষ্ট! এই যেমন টাকা, সুযোগ বা সাফল্য। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সবকিছুতে আরেকটু কৌশলী না হলে চলবে না। মাথায় রাখুন জোর বা ক্ষমতা নয়, ভারসাম্যই আপনার আসল শক্তি।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

এ বছর আপনি আগের চেয়ে দ্বন্দ্বে জড়াতে পারেন। বিতর্ক, সমালোচনা এড়িয়ে চলুন। অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। তাহলেই বছরটা আপনার। সংখ্যাগত দিক দিয়েও আপনার সামনে অনেক সুযোগ আসবে। মনোযোগ স্থির করে নিজের কাজটুকু করে যান। আর সুযোগটা লুফে নিন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

গত বছর নিজেকে অনেকটাই মহাবিশ্বের হাতে ছেড়ে দিয়েছিলেন। এ বছরও তার ধারাবাহিকতা থাকবে। এবার আপনার জীবনে বাক-বদল আসতে পারে। তবে একটু সাবধান থাকতে হবে। বছরের মাঝামাঝিতে উদ্বেগ বাড়তে পারে। কিন্তু ভেঙে পড়বেন না। মনে রাখবেন, যা আপনার জন্য নির্ধারিত, মহাবিশ্ব তা আপনার কাছে পৌঁছে দেয়। আর সেটাই ঘটবে।

বছর অনেকটা সিনেমার চূড়ান্ত দৃশ্যের মতো লাগতে পারে। কিন্তু আপনি তো ঝুঁকিতে বাঁচতে ভালোবাসেন, তাই না? তাই মনে রাখবেন, সব ক্লাইম্যাক্সের শেষেই থাকে সুখের পরিণতি।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

তুলা এ বছর জীবন হবে অনেক বেশি গোছানো। তাই চোখ বন্ধ করুন, এবার বলুনতো কী অনুভব করলেন? এই অনুভূতিটাই আপনার জন্য আসল বার্তা বহন করে। যেই মুহূর্তে আপনি মনের কথা শুনতে শুরু করবেন, সবকিছুতে যুক্তি খোঁজা বন্ধ করবেন, সেই মুহূর্ত থেকেই শুরু হবে জাদুকরী কিছু।

এ বছরটি আপনার জন্য সোজা কোনা রাস্তা নয়, বরং বেশ বাঁক থাকবে। তাই নিজের জাদুর ছড়ি ও মন্ত্র কাছে রাখুন, মানে মনোবল ও আত্মবিশ্বাসের কথা বলছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন, তাহলে জয় নিশ্চিত।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

অনেকের কাছে বছরটা একেবারে নতুন শুরু মনে হতে পারে। কারণ বছরের প্রথম কয়েক মাস কিছুটা অনিশ্চয়তা দেখা দেবে। তাই বলে পুরাতনকে আঁকড়ে পড়ে থাকবেন না। নতুন কিছুর সন্ধানে থাকতে হবে।

আপনার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, যারা সত্যিকার অর্থেই আপনার জন্য ভালো। যারা পেছনে সমালোচনা করে না। এটুকুই আপনাকে অনেক কিছু থেকে রক্ষা করবে।

ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

আপনিতো অনেক পথে হাঁটতে পছন্দ করেন, তবে এবার লক্ষ্যে স্থির থাকুন। তাহলে নিশ্চিতভাবে ওপরে ওঠার মই পেয়ে যাবেন। আরও এটাই এ বছর আপনার জাদু।

মনে রাখুন, যে ভিত্তির ওপর আপনি দাঁড়িয়ে আছেন, সেটাকে আরও মজবুত করতে হবে। অনেকের সঙ্গে বিরোধ হতে পারে। কিন্তু এগুলো বাধা নয়, বরং চোখ খুলে দেওয়ার সুযোগ হিসেবে দেখুন। তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

গত বছর আপনি নানা বিষয়ে অপেক্ষায় ছিলেন। আর এ বছর আপনার ভেতরের আসল শক্তি প্রকাশ পাচ্ছে। তাই ঝুঁকি নিতেই পারেন। তাতে সাফল্যের পাল্লা ভারি হওয়ার সম্ভাবনা বেশি।

আপনিতো আকাশ ছুঁতে চান। আর এ বছর তারাগুলো আপনার কক্ষপথে আছে। শুধু দরকার মনোযোগ, মনোবল ও লক্ষ্যে স্থির থাকা। কখনো কখনো নস্টালজিয়া মন ভারী করতে পারে। কিন্তু তাতে ভেঙে পড়ার দরকার নেই।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে। আপনার ক্ষেত্রে এ কথা আরও বেশি সত্য। আপনার আত্মবিশ্বাসই বড় শক্তি। এ বছর আপনি অনেক কিছুর জবাব পাবেন।

আপনিতো সবসময় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেন। এ বছরও সেই ধারা অব্যাহত রাখুন। আগেই বলেছি, ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

প্রিয় মীন, ভারসাম্য ও বিরতি এ বছর আপনার জীবনের মূল থিম। আপনার কাজ হবে দৃঢ় সংকল্পবদ্ধ থাকা ও সঠিক সময়ে সঠিক কাজটা করা। অন্যের কথায় গা না ভাসিয়ে, এবার নিজের মনের কথা শুনুন। তাতে আপনারই মঙ্গল হবে।