মৃত ছেলেকে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবার

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের ঝিকরগাছায় মৃত ছেলেকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে উপজেলার গদখালী-পানিসারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৬৫) বেনাপোলের কাগজপুকুর গ্রামের শফি দফাদারের ছেলে। আহত অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, উপজেলার গদখালী-পানিসারা সড়কে দুর্ঘটনায় জামাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় জামাল হোসেনের মাথায় আঘাত পান। তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, জামাল হোসেনের বড় ছেলে জিয়া হোসেন তার শ্বশুরবাড়ি ঝিকরগাছায় পরিবার নিয়ে বাস করতেন। আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা পরিবারসহ নিজের ইঞ্জিনচালিত ভ্যানে রওনা হন। তারা গদখালী-পানিসারা সড়কে পৌঁছালে ইঞ্জিনচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. নিশি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে জামাল হোসেন মারা যান।