স্ত্রীকে বাঁচাতে পদ্মায় ঝাঁপ, ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও একজন।

জানা গেছে, স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ঝাপ দেন সালাউদ্দিন কাদের (৩৮)। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঞ্জুরী খাতুন নিশিকে (৩২) উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুরে নিজ গ্রামে ছুটি কাটাচ্ছিলেন সালাউদ্দিন কাদের ও তার স্ত্রী নিশি।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রাম গ্রামের পদ্মা ও মহানন্দার মোহনায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যান তারা।

সেখানে কয়েকজন নারীর সঙ্গে নদীতে নামেন নিশি। এক পর্যায়ে তাকে ডুবে যেতে দেখে নদীতে ঝাঁপ দেন কাদের।

এদিকে স্থানীয়রা নিশিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কাদের এখনো নিখোঁজ রয়েছেন।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।