এস. এ. পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার কাকরাইলে এস. এ. পরিবহনের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার সকাল ১০টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Dhaka Dynamites
আজ সোমবার সকাল ১০টা ৫৬ মিনিটে এস. এ. পরিবহন কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে | ছবি: প্রবীর দাশ/স্টার

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তদন্তের পরে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।'