রাজশাহীর পবায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় ডাম্প ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আসিফ ইকবাল, সুইট ও তাজুল ইসলাম।

রাজশাহী নগরীর দামকুড়া থানার এসআই আলী আকবর দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাকটি দুটি মোটরসাইকেলকে চাপা দেয়।

আসিফ এবং সুইট ঘটনাস্থলেই মারা যায়। তাজুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। 

মোটরসাইকেলের আরও দুই আরোহী হাসপাতালে ভর্তি আছেন।