কুমিল্লায় বাস উল্টে নিহত ৫, আহত ১৫

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

আজ শুক্রবার সকালে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
আহত যাত্রীদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ (২৬) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন (৩০)।

capture_1.jpg
আজ শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা বসন্তপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে যায় | ছবি: সংগৃহীত

বিপ্লব বলেন, 'সকাল ৭টার দিকে উপজেলার বাতিসা বসন্তপুরে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে রিলাক্স পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল।'

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসাইন ডেইলি স্টারকে বলেন, 'আহত যাত্রীদের পুলিশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে। হাইওয়ে পুলিশের একটি দল বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।'