গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গজীপুরে ঢাকা-টাংগাইল রেলপথের কোনাবাড়ী এলাকার একটি ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন- কোনাবাড়ীর নগর হাউজিং এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) এস এম আরিফ জানান, মোটরসাইকেল আরোহীরা সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

নিহত উজ্জ্বল চৌধুরীর প্রতিবেশি কবির খান বলেন,রাত পৌনে ১০ টার সময় তারা আমাকে কফি খাওয়াইছে। কিছুক্ষণ পরেই রেল দুর্ঘটনায় মারা গেছে। শুনে কষ্ট হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নাদির উজ্জামান বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।