মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: সিএমএইচের আইসিইউতে পাইলট

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান।

তিনি জানান, পাইলট আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।