জামিন পেলেন সৈয়দ আশফাকুল হক

By স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এক রুলের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সৈয়দ আশফাকুল হকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, কারা কর্তৃপক্ষ রায়ের লিখিত অনুলিপি হাতে পাওয়ার পর কারাগার থেকে বের হতে পারবেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনার পরপরই সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরদিন আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জেলগেটে জিজ্ঞাসাবাদের পর গত ১২ ফেব্রুয়ারি আবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় নিম্ন আদালতে তিন বার জামিন আবেদন করা হলেও তা নাকচ করেন আদালত।

১৫ ফেব্রুয়ারি মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

গত ২২ এপ্রিল একই হাইকোর্ট বেঞ্চ সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কেন জামিন দেওয়া হবে না, তা আট সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করতে রুল দেন।

একই সঙ্গে তানিয়া খন্দকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

মামলায় সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্চ এ রুল দেন।

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এবং জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী।