পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীতে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ মঙ্গলবার কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিরাজউদ্দিন খান (৭৫) ও আকলিমা বেগম (৬৫)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে মসজিদে গিয়ে সিরাজউদ্দিনকে না দেখে তিনি তার বাড়িতে খোঁজ নেন। সেখানে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে এবং তার স্ত্রী চৌকিতে পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি মাহমুদ হাসান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু রহস্য উদঘাটনে সিআইডি টিম এরই মধ্যে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওসি জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ রয়েছে। আকলিমার শরীরেও রক্তাক্ত চিহ্ন রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত সিরাজউদ্দিনের বাড়ি পাশের গ্রাম মোয়াজ্জেমপুরে। তবে তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন। গ্রামটির আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।