মিরসরাইয়ে জমির বিরোধে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে এক চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নজরুল হক জানান, আজ সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম (৫৫)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারীর চতুর্থ পুত্র। অভিযুক্ত ভাতিজা হেলাল উদ্দিন নিহতের ভাই তাহের আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল কালাম ও তার ভাতিজা হেলাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে জমির মালিকানা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে মৌখিক বিরোধের সময় ভাতিজা হেলাল ইট দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাস্তাননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা হেলাল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি কাজী নজরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা শুনেছি জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। অভিযুক্ত ভাতিজা হেলালকে গ্রেপ্তারে অভিযান চলছে।'