শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

By স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ শাসনামলে র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দায়ের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি-১)।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল এই অভিযোগ গঠন করেন।

এর আগে আসামিদের বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগ পড়ে শোনানো হয়।

অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সেনাবাহিনী থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) আসা সাবেক ১০ কর্মকর্তা রয়েছেন।

শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং ১১ জন সেনা কর্মকর্তাও রয়েছেন।

এদিন ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে এই ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল হাজির করে পুলিশ।

অভিযোগ গঠনের আগে ১০ জন আসামির প্রত্যেকে নিজেদের নিরপরাধ দাবি করেন। তাদের একজন আদালতকে জানান, তারা ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তারা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন।

সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল আগামী ২১ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপক্ষের মতে, ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে ১৪ জন ব্যক্তিকে টিএফআই সেলে অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা হয়।