সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা উপনির্বাচনের ভোটগ্রহণ

By স্টার অনলাইন রিপোর্ট

সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ চলে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

এই নির্বাচনের তিন প্রার্থী তাহসিন বাহারের সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে তাদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার, নারী ভোটারদের প্রবেশে বাধা ও ভয় দেখানোর অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার 'বাস' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লায় এই উপ-নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

'ঘোড়া' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারের দাবি, আহত জহিরুল ইসলাম ও মো. তুহিন তার সমর্থক।

উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।