মৈত্রী এক্সপ্রেসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

By স্টার অনলাইন রিপোর্ট

পাবনার ঈশ্বরদী রেল জংশনের কাছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দেশি বোমা নিক্ষেপ করেছে।

আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রেনের পাশে বোমা বিস্ফোরিত হওয়ায় ট্রেনটির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি এবং কোনো যাত্রী আহত হননি। 

তিনি আরও জানান, দুপুরে ট্রেনটি কলকাতা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ডেইলি স্টারকে জানান পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।