শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন

By স্টার অনলাইন রিপোর্ট

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ।

আজ শনিবার সকাল ১১টায় তার মরদেহ শহীদ মিনারে আনা হয়।

জাতীয় কবিতা পরিষদ জানিয়েছে, শহীদ মিনার থেকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

গতকাল বিকেলে ৭৪ বছর বয়সে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।