সাংবাদিক আনিস আলমগীরের মুক্তির দাবি ডিইউএমসিজেএএর

By স্টার অনলাইন রিপোর্ট

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সংগঠনটি এই দাবি জানিয়েছে।

একইসঙ্গে, আনিস আলমগীরকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় সেদিকেও লক্ষ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডিইউএমসিজেএএ।

সংগঠন আশা প্রকাশ করেছে, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিবেকের প্রতি সহিষ্ণুতা নিশ্চিত করার বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষের অঙ্গীকার বজায় রাখবে।