খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িবহরে হামলা, আহত ৫

By ইউএনবি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশের সামনে এ হামলা হয়।

তিনি বলেন, 'হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী।'

পাল্টা অভিযোগে করে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, 'বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।'

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শহরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।