হাসপাতাল ছেড়েছেন নায়ক ফারুক

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

সংসদ সদস্য ও সোনালি দিনের  সিনেমার জনপ্রিয় নায়ক ফারুক করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে  বাসায় ফিরেছেন।

আজ বুধবার দুপুরে দ্য ডেইলি স্টারকে নায়ক ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি এখন করোনামু্ক্ত। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় বিশ্রামে থাকব। আগের চেয়ে অনেক ভালো আছি। বিশ্রামে আছি।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে তাবাসসুম তুলসির করোনা হলেও সে নিজ বাসাতেই আইসোলেশনে আছে। সেও ভালো আছে।’

গত ১৬ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন নায়ক ফারুক। চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় তিনি বাসায় ফিরেন।