ইব্রাহিমোভিচের ইউরোর স্বপ্ন ধূলিসাৎ
অবসর ভেঙ্গে পাঁচ বছর পর সুইডেন জাতীয় দলে ফিরেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ৩৯ পেরুনো এই তারকাকে ঘিরেই ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপের দল ভেবেছিল সুইডেন। কিন্তু চোট ভেস্তে দিল সব হিসেব নিকেশ। ক্যারিয়ারের গোধূলী লগ্নে বড় আসর আর রাঙানো হলো না বর্ণময় এই চরিত্রের।
চলতি বছরের মার্চে অনেকটা চমক হয়েই জাতীয় দলে ফেরেন ইব্রা। ইউরো চ্যাম্পিয়নশিপে তার ঝলক দেখার অপেক্ষায় ছিল ফুটবল দুনিয়া, তিনি নিজেও এই নিয়ে ছিলেন রোমাঞ্চিত। কিন্তু শনিবার সুইডিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়ে দেয়, চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন এসি মিলান তারকা।
সুইডেন দলের কোচ ইয়ান অ্যান্ডারসন এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের ছিটকে পড়ার খবর দেন, ‘আমি ইব্রাহিমোভিচের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে চোটের কারণে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা কেবল ওর জন্যই নয়, আমাদের গোটা দলের জন্য প্রচণ্ড হতাশার খবর।’
গত ১০ মে জুভেন্টাসের বিপক্ষে সিরি আ’র ম্যাচে হাঁটুতে আঘাত পান এসি মিলানের ইব্রা। প্রথমে ছোটখাটো ভাবা হলেও স্ক্যান রিপোর্ট দিল খারাপ খবর। এই চোট সারতে অন্তত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। কাজেই মাস খানেক পর শুরু হতে যাওয়া ইউরো কাপে আর তার খেলার সম্ভাবনা নেই।
২০১৬ সালে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান তিনি। ২০১৮ বিশ্বকাপের আগে অবসর ভেঙ্গে ফেরার ইচ্ছার কথা জানান। কিন্তু বিশ্বকাপ দলে তাকে রাখা হয়নি। আরও তিন বছর পর সত্যিই জাতীয় দলে ফেরানো হয় তাকে। মনে করা হচ্ছিল এবারের ইউরো দিয়েই আন্তর্জাতিক ফুটবলের ইতি হবে সুইডেনের হয়ে ৬২ গোল করা এই স্ট্রাইকারের।