বাজেট ঘাটতি ২,১৪,৬৮১ কোটি টাকা: পূরণ হবে যেভাবে

By স্টার অনলাইন রিপোর্ট

২০২১-২২ অর্থবছরের সামগ্রিক বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৫ দশমিক ৫ শতাংশ।

জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষোণা করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে। ঘাটতি থাকবে প্রায় ২ লাখ ১৫ হাজার কোটি টাকা।

ঘাটতি মোকাবিলায় অর্থমন্ত্রী ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সঞ্চয়পত্র ও নন-ব্যাংকিং উত্স থেকে আরও ৩৭ হাজার ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন তিনি।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও সাহায্য থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা ঘাটতি মেটানোর কথা বলা হয়েছে।

চলতি অর্থবছরে সরকার ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মে পর্যন্ত ঋণ নিয়েছে ৪ হাজার ৬৩০ কোটি টাকা।

 

আরও পড়ুন:

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশ

৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব