চালু হয়েছে সিএনএন, অ্যামাজনসহ ডাউন হয়ে যাওয়া আন্তর্জাতিক সাইট

By স্টার অনলাইন ডেস্ক

অ্যামাজন, সিএনএন, পেপাল, স্পটিফাই, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ নিউজসহ অন্যান্য ওয়েবসাইটগুলো কয়েক মিনিট থেকে প্রায় এক ঘণ্টা পর্যন্ত ডাউন থাকার পর আবার চালু হয়েছে।

বিশ্বজুড়ে মঙ্গলবার সকাল থেকে এ সাইটগুলো ডাউন ছিল।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড কম্পিউটিং পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ফাস্টলির বিস্তৃত নেটওয়ার্কে থাকা সবগুলো ওয়েবসাইটেই এ সমস্যা দেখা গেছে। 

ফাস্টলি জানায়, সমস্যাটি চিহ্নিত করে এর সমাধান করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটিতেও প্রবেশ করা যাচ্ছে না বলে এক টুইটে জানিয়েছেন যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল।

ফিনান্সিয়াল টাইমস জানায়, এই ধরনের বিভ্রাট নাগরিকদের করোনা টিকা বুকিং বা পরীক্ষার রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন-

সিএনএন, অ্যামাজনসহ বহু আন্তর্জাতিক সাইট ডাউন