‘মনে রাখবেন, এটি কেবলই একটি ক্রিকেট ম্যাচ!’

By স্পোর্টস ডেস্ক

ভারত আর পাকিস্তানের ক্রিকেট লড়াই তো নয় যেন টেনিস তারকা সানিয়া মির্জার ওপর একটি ঝড় বয়ে যাওয়া। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই ভারতীয় এই টেনিস তারকার এমন দশা।

ক্রিকেটমাঠে যখনই এই প্রতিবেশী দেশ দুটি মুখোমুখি হয়েছে তখনই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন সানিয়া। কোন দেশ জিতলো আর কোন দেশ হারলো সেটি কখনই মূখ্য হয়ে উঠে না। সবসময়ই সানিয়াকে শুনতে হয় গঞ্জনা। আর সেই গঞ্জনা মূলত আসে তার দেশবাসীর কাছে থেকেই। যা সানিয়াকে যারপর নাই দুঃখিত করে তোলে।

এবারও এর ব্যতিক্রম হলো না। আজ (১৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে ভারতীয় দলের বিপক্ষে নামবেন ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মালিক। তাই সানিয়ার দিকে ভারতীয়রা ছুঁড়ছেন তিরষ্কারের বিষমাখা তীক্ষ্ণ তীর। যা কী না- সানিয়ার ভাষায় “একজন সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলে। তার একজন সন্তান-সম্ভবা নারীকে তো বটেই।”

সেই সব মানুষের ‘মানসিক সুস্থতা’ নিয়ে সানিয়া আগেও বিভিন্ন সময় প্রশ্ন তুলে বলেছিলেন- “আরে ভাই, এটা তো খেলা। এ জন্যে আমাকে কেনো ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।” কিন্তু, কে শোনে কার কথা।

এবারো যখন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সানিয়া তখন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন তার প্রতিক্রিয়া। ক্ষিপ্ত ভাষায় বলেছেন, “মনে রাখবেন, এটি কেবলই একটি ক্রিকেট ম্যাচ!”