আফগানদের চেয়ে তবু নিজেদেরই এগিয়ে রাখছেন সাকিব

By স্পোর্টস রিপোর্টার, দুবাই থেকে

গ্রুপ পর্বের দেখায় বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। ব্যাটিং, বোলিং সব দিক থেকেই দাপট দেখিয়ে তুলে নিয়েছে জয়। তবে ওই ম্যাচ ছিল গুরুত্বহীন। এবার সুপার ফোরের বাঁচা মরার লড়াইয়ে ফের মুখোমুখি দুদল। আগের ম্যাচ বাজেভাবে হারলেও নিজেদেরই  ওদের চেয়ে এগিয়ে রাখছেন সাকিব আল হাসান।

গেল বৃহস্পতিবার আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানে হারায় আফগানিস্তান। রশিদ খান, মুজিব-উর রহমানদের স্পিন ভেলকিতে সবচেয়ে ভুগেছে বাংলাদেশের ব্যাটিং। সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে প্রায় ধরাশায়ী করে ফেলেছিল তারা।

সাম্প্রতিক সময়ে দলটি ছন্দে থাকলেও নিজেদের এরচেয়ে ভাল দল মনে হচ্ছে সাকিবের, ‘এখন যদি মোমেন্টামের দিক থেকে চিন্তা করেন তাহলে অবশ্যই আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে এই টুর্নামেন্টে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা ওদের চেয়ে বেটার দল।  আমাদের সেভাবেই পারফরম্যান্স করতে হবে।’

এই টুর্নামেন্টে আফগানরা ভাল খেললেও সাকিবের এগিয়ে হিসেব র‍্যাঙ্কিং আর অতীতের ফল দেখে, ‘ওদের চেয়ে আমরা বেশি জিতেছি। ওদের চেয়ে বড় দলগুলোর বিপক্ষে আমরা বেশি জিতেছি। র‌্যাঙ্কিংয়ে আমরা ওদের চেয়ে এগিয়ে। স্বাভাবিক ভাবেই আমরা ওদের চেয়ে এগিয়ে।’

 পর পর ম্যাচ হওয়ায় শনিবার বাধ্যতামূলক অনুশীলন ছিল না দলের। বেশিরভাগ ক্রিকেটার হোটেলে শুয়ে বসেই কাটিয়েছেন দিন। তবে রান না পাওয়া লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা সকালে করেছেন অনুশীলন।

রোববার টিকে থাকার লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষে কে, প্রতিপক্ষ কি তা নিয়ে মাথা ঘামাতে চায় না বাংলাদেশ, ‘আমার মনে হয় না এতো গভীর ভাবে চিন্তা করার মতো পরিস্থিতি এখন। এখন ফোকাস করা উচিত, আমরা কোন ধরনের ক্রিকেট খেলে অভ্যস্ত এবং আমাদের কোন ধরনের ক্রিকেট  আমাদের খেলা উচিত।  কাদের বিপক্ষে খেলছি এগুলো আমাদের চিন্তা করার বিষয় মনে হয় না।’

‘আমাদের কাজগুলো যদি আমরা ঠিক রাখতে পারি। আমরা আমাদের দিনে পৃথিবীর যে কোন দলকে বিশেষ করে ওয়ানডেতে হারানোর সামর্থ্য আমাদের আছে। আমাদের এখন লক্ষ্য মাঠের কাজগুলো ঠিকভাবে করা।’