বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

By স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের র‍্যাংকিং পয়েন্ট মাথায় রেখেই মাঠে নামবে দুই দল। ২০২৭ সালের বিশ্বকাপের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের পথে এগিয়ে থাকতে চাইছে উভয় পক্ষই। ইতিহাস বলছে, দুই দলের লড়াই বরাবরই ছিল প্রায় সমানে সমান। এ পর্যন্ত ছয়টি করে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ৩-০ ব্যবধানে হারের পর বাংলাদেশ দল এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। টানা পাঁচটি ওয়ানডে সিরিজ হার এড়াতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে এই হোম সিরিজটি টাইগারদের জন্য হতে পারে পুনর্জাগরণের বড় সুযোগ।

পরিসংখ্যান এক নজরে

•            ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৪৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ২৪ ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর ২১টি জয় বাংলাদেশের। দুটি ম্যাচ হয়েছে অনির্ধারিত।

•            দ্বিপাক্ষিক সিরিজে সমতা, দুই দলই জিতেছে ছয়টি করে সিরিজ।

•            মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সামান্য এগিয়ে থাকা, এই ভেন্যুতে ১০টি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। উল্লেখযোগ্যভাবে, ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা।

•            ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোয়াড থেকে কেবল দুইজন ক্রিকেটার শাই হোপ ও রস্টন চেজ, আগে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছেন।

•            অন্যদিকে, বাংলাদেশ নভেম্বর ২০২৩ থেকে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ হেরেছে। এই সময়কালে মোট ১৪ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র দুটি।