যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগেই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর মাঠে নেমে সেই আত্মবিশ্বাসই রূপ নিল দাপুটে আধিপত্যে। যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটে-বলে একচেটিয়া পারফরম্যান্স দেখিয়ে ভারতকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে দলটি।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে যুব এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।
ওপেনার সামির মিনহাসের রেকর্ড গড়া সেঞ্চুরি আর বোলারদের বিধ্বংসী আগ্রাসনে ফাইনালটা পরিণত হয় একতরফা লড়াইয়ে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ১১৩ বল মোকাবিলা করে মিনহাস করেন ঝড়ো ১৭২ রান, যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা।
১৫২.২১ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি পাকিস্তানের যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ তো বটেই, একই সঙ্গে যুব ওয়ানডের যেকোনো ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়ে দেন মিনহাস। ৪৩তম ওভারে আউট হওয়ার আগে একাই ভারতের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেন তিনি।
মিনহাসের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়ে দারুণ সঙ্গ দেন আহমেদ হুসেইন। দলের হয়ে একমাত্র অন্য ব্যাটার হিসেবে ফিফটি তুলে নেওয়া হুসেইন করেন ৭২ বলে ৫৬ রান। শেষ দিকে কিছুটা ধীরগতি এলেও পাকিস্তান শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে যোগ করে ৭১ রান, তাতেও স্কোরবোর্ডে দাঁড়ায় পাহাড়সম রান।
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝাঁপিয়ে পড়ে ভারত। বৈভব সূর্যবংশী মাত্র ১০ বলে তিনটি ছক্কা ও একটি চারে ২৬ রান করে ঝড়ো সূচনা এনে দেন। তবে আলি রাজা তাকে আউট করতেই ভারতের ইনিংসের ছন্দ ভেঙে পড়ে। পঞ্চম ওভারেই ভারতের স্কোর ৫০ ছুঁলেও পাওয়ারপ্লে শেষ হতে না হতেই ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি পাকিস্তানি বোলাররা। পুরো টুর্নামেন্ট জুড়েই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়া পাকিস্তান ফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রাখে। চার বোলার মিলেই ভাগ করে নেন ভারতের উইকেট। আলি রাজা একাই নেন ৪ উইকেট, খরচ করেন ৪২ রান। তার বিধ্বংসী স্পেলেই মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
শেষ দিকে দীপেশ দেবেন্দ্রান ১৬ বলে ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেলেন, যেখানে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। তবে তিনি ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার ৩০ রানও ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত আলি রাজাই দেবেন্দ্রানকে আউট করে ভারতের ইনিংসের ইতি টানেন।