নারী ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন মান্ধানা

By স্পোর্টস ডেস্ক

চতুর্থ ব্যাটার হিসেবে নারী ক্রিকেটে ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি মান্ধানা। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ১০৮৬৮ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক অধিনায়ক মিতালি।

আরও দুজন এই মাইলফলক ছুঁয়েছেন— তারা হলেন নিউজিল্যান্ডের সুজি বেটস (১০৬৫২ রান) ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০২৭৩ রান)।

দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের নারী ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ড এখন মান্ধানার। তিন সংস্করণ মিলিয়ে ২৯ বছর বয়সী তারকার লাগল ২৮১টি ইনিংস। মিতালি এই মাইলফলকে পৌঁছাতে ২৯১টি ইনিংস খেলেছিলেন। আর এডওয়ার্ডস ও বেটস নিয়েছিলেন যথাক্রমে ৩০৮টি ও ৩১৪টি ইনিংস।

রোববার তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নামার আগে মাইলফলকটি ছুঁতে মান্ধানার ২৭ রান প্রয়োজন ছিল। বাঁহাতি স্পিনার নিমেশা মিপেজকে লং-অন অঞ্চলে ড্রাইভ করে সিঙ্গেল নেওয়ার মাধ্যমে তিনি এই বিরল উচ্চতায় পৌঁছান।

আগের তিন ম্যাচে সুবিধা করতে না পারা মান্ধানা এদিন ৪৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১১টি চার ও তিনটি ছক্কা। ওপেনিং জুটিতে শেফালি বর্মার সঙ্গে তিনি ১৬২ রান যোগ করেন। এটি টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

শেষ হতে যাওয়া বছরটি ভারতের সহ-অধিনায়ক মান্ধানার অসাধারণ কাটল। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের শিরোপা জেতার পথে তিনি প্রথম নারী ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিতে ওয়ানডে ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড গড়েন। ২০২৫ সালে এই সংস্করণে তিনি সেঞ্চুরি করেছেন পাঁচটি।

চলতি সিরিজের শুরুর দিকে মান্ধানা দ্বিতীয় ব্যাটার হিসেবে নারী টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের গণ্ডি পার করেন। বর্তমানে তার রান ৪১০২। এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কেবল বেটস (৪৭১৬ রান) তার চেয়ে এগিয়ে আছেন।