‘ক্রিকেট এবং রাজনীতিকে কোনোভাবেই মেশানো উচিত নয়’

By ক্রীড়া প্রতিবেদক

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ আশরাফুল। তারা জোর দিয়ে বলেছেন যে, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত এবং সতর্ক করেছেন যে বিষয়টি ভুলভাবে পরিচালিত হলে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

খালেদ মাহমুদ সুজন বলেন, এই বিষয়টিকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা শেষ পর্যন্ত বাংলাদেশেরই ক্ষতি করবে। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, 'এর ফলে যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তবে ক্ষতিটা আমাদেরই হবে, আমাদের দেশেরই হবে, তাই না?'

তিনি আরও যোগ করেন যে, বিসিবি এবং সরকারের উচিত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসির দ্বারস্থ হওয়া।

এই প্রেক্ষাপটে সুজন একটি বিকল্প সমাধানের প্রস্তাব দিয়ে বলেন, প্রয়োজনে বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। তার মতে, 'সেক্ষেত্রে (আসন্ন টি-টোয়েন্টি) বিশ্বকাপে আমাদের সব ম্যাচ যদি ভারতের বদলে অন্য কোথাও আয়োজন করা যায়, তবে সেটি একটি সমাধান হতে পারে বলে আমি মনে করি।'

মোহাম্মদ আশরাফুল জানান তিনি খবরটি শুনে শকড হয়েছিলেন, সেটা ভারতীয় সাংবাদিকদেরও তিনি বলেছেন, 'অবশ্যই (শকড), আমি মনে করি ক্রিকেট এবং রাজনীতিকে কোনোভাবেই মেশানো উচিত নয়। আমি তাদের বলেছি যে, আমি পুরোপুরি স্তব্ধ।'

সাবেক এই অধিনায়ক বলেন, মোস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলামে মূল্য পেয়ে উপযুক্ত সম্মান পেয়েছিলেন। 

আশরাফুল বলেন, 'এবারই প্রথম মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে তার প্রাপ্যটা পেয়েছিলেন। কলকাতা তার জন্য বিড করেছিল। তাই যখন শুনবেন যে তিনি খেলতে পারবেন না, তখন খারাপ লাগাই স্বাভাবিক। আমি মনে করি এটি ১৮ কোটি মানুষকে ব্যথিত করবে।'

আশরাফুল আরও যোগ করেন যে, বিষয়টি এই পর্যায়ে আসা উচিত ছিল না এবং আবারও জোর দিয়ে বলেন যে ক্রিকেট কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তিনি বলেন, 'এই বিষয়টি এতদূর যাওয়া উচিত হয়নি। ক্রিকেট কেবল ক্রিকেটই থাকা উচিত।' তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের সরকার এবং ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান করবে।

বাংলাদেশে আইপিএলের বিশাল দর্শকপ্রিয়তা সম্পর্কে আশরাফুল বলেন, এই বিষয়টি ভক্তদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, 'আমি এ বিষয়েও কথা বলেছি। দেখুন, বাংলাদেশে আইপিএলের বিশাল অনুসারী রয়েছে। যখন এমন কিছু ঘটে, তখন তারা আইপিএল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবে।'

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশি খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে আইপিএল এবং কেকেআর-এর ভক্ত তৈরিতে সাহায্য করেছেন। আশরাফুল বলেন, 'প্রথমে মাশরাফি [বিন মর্তুজা] কলকাতার হয়ে খেলেছেন, এরপর লিটন [দাস] খেলেছেন, এবং সাকিব আল হাসান দীর্ঘদিন খেলেছেন, আর এখন মোস্তাফিজ।'

'তাই আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের একটি ফ্যানবেস ছিল। এই পরিস্থিতিতে যদি এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, তবে বাংলাদেশের মানুষ এমনকি আইপিএল বয়কটও করতে পারে।'

ভারতে বড় টুর্নামেন্ট খেলার বিষয়ে আশরাফুল বলেন, এ ধরনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডগুলো সম্মিলিতভাবে নিয়ে থাকে। তিনি বলেন, 'আমি ঠিক এটাই বলেছি—এটি এমন একটি বিষয় যা ক্রিকেট বোর্ডগুলো মিলে সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, দলগুলোর সব দেশেই সফর করা উচিত।'

তিনি পাকিস্তানে বাংলাদেশের পুনরায় সফর শুরু করার উদাহরণ টেনে বলেন, 'প্রায় আট-নয়-দশ বছর পাকিস্তানে কোনো সফর ছিল না। এখন আবার সফর হচ্ছে। যারা খেলেন তাদের সব দেশেই যাওয়া উচিত এবং আমি বিশ্বাস করি যে দেশ ম্যাচ আয়োজন করছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদেরই।'