ব্যক্তিগত পুরস্কার সব সময় দারুণ অনুভূতি দেয়: মেসি

By স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের ঝুলি অনেক ভারি। ফুটবলের শ্রেষ্ঠ সব পুরস্কারই জেতা হয়ে গেছে তার। এত এত পুরস্কার জিতলেও যেকোনো অর্জন নতুন করেই আন্দোলিত করে তাকে। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার জিতে বললেন , 'এই অনুভূতি দারুণ'।

মঙ্গলবার মেসির হাতে উঠে এই পুরস্কার। এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি এমভিপি পুরস্কারের মালিক হলেন — তার আগে শুধু প্রেকি ১৯৯৭ এবং ২০০৩ সালে এ অর্জন করেছিলেন। পুরস্কার জিতে অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন,  'এই পুরস্কার পেয়ে আমি খুশি এবং এই লিগের ইতিহাসে টানা দুই বছর এটি জেতা প্রথম ব্যক্তি হতে পেরে আনন্দিত। আমি খুবই কৃতজ্ঞ।'

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মৌসুমে ২৯ গোল করেছেন — যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ — এবং আরও ১৯টি গোল করিয়েছেন, যার ফলে তিনি জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই নাম বলেন, 'এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময়ই ভালো লাগে, দারুণ অনুভূতি দেয়। কিন্তু আমি এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সাহায্যেই আমি গোল্ডেন বুট জিততে পেরেছি।'

অক্টোবরে মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করা মেসি মৌসুমে গোল এবং অ্যাসিস্ট — দুই বিভাগেই শীর্ষে থাকা লিগের দ্বিতীয় খেলোয়াড়; এর আগে ২০১৫ সালে টরন্টোর সেবাস্টিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

এই বছরের এমএলএস প্লে-অফে মেসি ছয় গোল করেছেন এবং নয়টি অ্যাসিস্ট করেছেন। গত সপ্তাহান্তে ভ্যাঙ্কুভারকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে মেসি জিতেছেন এমএলএস কাপের এমভিপি সম্মান।

এটি দক্ষিণ আমেরিকান ম্যাজিশিয়ানের ট্রফি কেবিনেটে সর্বশেষ সংযোজন, যেখানে আছে রেকর্ড আটটি ব্যালন ডি'অর, তিনটি ফিফা বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড এবং দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল।

মৌসুমে মোট ভোটের ৭০.৪৩ শতাংশ পেয়ে মেসি ছিলেন অনায়াসে এমভিপি বিজয়ী। দ্বিতীয়স্থান অধিকারী সান ডিয়েগো এফসির আনডার্স ড্রেয়ার পেয়েছেন ১১.১৫ শতাংশ ভোট। মিডিয়া ভোটে মেসির প্রাপ্তি ৮৩.০৫ শতাংশ, ক্লাব ভোটে ৭৩.০৮ শতাংশ এবং খেলোয়াড় ভোটে ৫৫.১৭ শতাংশ।