রোনালদোর জোড়া গোলে আল নাসরের অনন্য রেকর্ড
ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল আখদুদকে হারিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল আল নাসর। শনিবার ৩-০ ব্যবধানের জয়ে লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচের সবকটিতেই জেতার কীর্তি গড়ল তারা।
ঘরের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে ডেডলক ভাঙেন রোনালদো। কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি; এক দর্শনীয় 'ব্যাকহিল' শটে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে যান ১২-তে।
লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন যৌথভাবে শীর্ষে আছেন সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আল নাসরের বড় জয় নিশ্চিত করেন এই ফেলিক্সই।
টানা দশম জয়ের ফলে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এখন ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা।
এই জয়ে আল নাসর ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের আগের রেকর্ডটি। ২০১৮-১৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আল হিলাল।
কাকতালীয়ভাবে, সে সময় আল হিলালের ডাগআউটে থাকা পর্তুগিজ কোচ হোর্হে জেসাস এখন আল নাসরেরই কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
ম্যাচের ৬৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করে দেন রেফারি। গোল বাতিলের আক্ষেপ থাকলেও পুরো ম্যাচজুড়েই আল নাসরের আধিপত্য ছিল স্পষ্ট।
কাতারে আরব কাপের বিরতির পর লিগ পুনরায় শুরু হওয়ার প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল আল নাসর। উল্লেখ্য, এবারের আরব কাপের শিরোপা জিতেছে মরক্কো।